ভর্তি বিজ্ঞপ্তি

এবছরের একাদশ শ্রেণির ভর্তি আবেদন পদ্ধতি, আবেদন ফি প্রদান পদ্ধতি সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে। আসুন জেনে নিই কিভাবে আবেদন করবেনঃ

◾ধাপ ১ঃ প্রথমে অনলাইন আবেদন পোর্টাল (http://www.xiclassadmission.gov.bd) এ ওয়েবসাইটে সাইন আপ অপশনে ক্লিক করে EDU আইডি খুলবেন। আপনার রোল, রেজিষ্ট্রেশন, বোর্ড ও সাল দিয়ে জমা দিবেন। এরপর, পরের পেইজে আপনার ধর্ম, একটি সচল মোবাইল নং, জন্ম নিবন্ধন নম্বর দিয়ে সাবমিট দিবেন। সাথে সাথে আপনার মোবাইল নং এ আইডি পাসওয়ার্ড যাবে।

◾ধাপ ২ঃ এবার লগইন অপশনে ক্লিক করে প্রাপ্ত আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে, নতুন একটি পাসওয়ার্ড সেট করে দিবেন।

◾ধাপ ৩ঃ এবার নতুন পাসওয়ার্ড দিয়ে আবার লগইন করে "আবেদন ফি জমা দিন" অপশনে ক্লিক করে “Sonali Payment Gateway” এ মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে(বিকাশ,নগদ,রকেট) এ ১৫০/- অনলাইন পেমেন্ট করবেন।

◾ধাপ ৪ঃ পেমেন্ট সম্পন্ন হলে, "আবেদন করুন" অপশনে ক্লিক করে আপনার পছন্দমত নূন্যতম ৫টি থেকে সর্বোচ্চ ১০টি কলেজ চয়েস দিয়ে আবেদন সাবমিট করবেন। 

✔️এতে আবেদন সম্পন্ন হয়ে যাবে। এবার "আবেদন দেখুন" অপশন আপনার আবেদনটি দেখতে পাবেন এবং "পিডিএফ ডাউনলোড করুন" থেকে প্রিন্ট কপি নিয়ে নিজের কাছে যত্ন করে রাখবেন।